নিউজ ডেস্কঃ পাবনায় ফ্রুট সিরাপের নামে ক্ষতিকারক যৌন উত্তেজক সিরাপ তৈরিকারক বেশ কয়েকটি ওষুধ কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাডিপ অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও জেলা প্রশাসন। শনিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও র্যাব-১২ পাবনা-সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ণ আহম্মেদসহ পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের র্যাব সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করে।
সদর উপজেলার দোগাছি ইউনিয়নের জালালপুর বাজার সংলগ্ন মো. মাহাবুবুল আলমের মেসার্স এম এস ল্যাবরেটরিজ ইউনানী এস এম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে মানবদেহে ক্ষতিকারক বিভিন্ন নামের বেশ কিছু যৌন উত্তেজক সিরাপ তৈরিকৃত অবস্থায় পাওয়া যায়। অভিযানে জানা যায়, এম এস ল্যাবরেটরিজ কারখানায় ফ্রুট সিরাপের অনুমতি নিয়ে বিএসটিআই এর সিল ব্যবহার করে মানবদেহের ক্ষতিকারক বিভিন্ন যৌন উত্তেজন সিরাপ তৈরি করে আসছে। অভিযানে কারখানায় প্রস্তুতকৃত মালামাল সংরক্ষিত যত্রতত্রভাবে নিয়ম বহির্ভূতভাবে রাখার দায়ে তাদের বিরুদ্ধে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।v