নিউজ ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃত এই ১০ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। আর একজন নেগেটিভ হলেও শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় মারা যান। এদের মধ্যে রাজশাহী জেলার দুইজন, পাবনার পাঁচজন এবং নাটোর ও নওগাঁ জেলার একজন করে রোগী রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট রোগী ভর্তি আছেন ২৫৪ জন। এর আগের দিন বুধবার (১৮ আগস্ট) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৪৬টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে বর্তমানে শনাক্তের হার ১৫ দশমিক ৩ শতাংশ।