নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নয় মাসের এক শিশুকন্যা প্রাণ হারিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কাছে বিআরটিসি বাসের সঙ্গে মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে আরও পাঁচ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়া উপজেলার সদরের ঢাকা-রাজশাহী মহাসড়কে পাবনা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বিআরটিসি বাসের (ঢাকা মেট্রো- গ-১১-০৮২১) সাথে বিপরীত দিক রাজশাহী থেকে আসা ঢাকাগামী মাছবাহী ট্রাকের (ঢাকা মেট্রো- ট- ১১-৯১৭৯) মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বিআরটিসি বাসের ছয়জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুসাইফা নামের নয় মাসের এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন।