নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাই উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পিলারে ধাক্কা লেগে রাকিব (১৭) ও শুভ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার থাঐপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব এবং নাটোরের আব্দুলপুর লালপুর গ্ৰামের আমিরের ছেলে শুভ। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও শুভ মোটরসাইকেল চালাচ্ছিলেন। উপজেলার থাঐপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে রাস্তাই পড়ে।