News71.com
 Bangladesh
 22 Jun 22, 03:32 PM
 1390           
 0
 22 Jun 22, 03:32 PM

যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে।।

যমুনার পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপরে।।

নিউজ ডেস্কঃ অব্যাহত পানিবৃদ্ধিতে দুর্ভোগ বেড়েই চলেছে সিরাজগঞ্জের বন্যাকবলিত এলাকার মানুষের। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তলিয়ে যাচ্ছে বসতবাড়ি ও রান্নাঘর। যমুনা নদীর পানি কাজিপুর পয়েন্টে বুধবার (২২ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ দিকে বন্যার পানিতে সদর উপজেলার চর মালশাপাড়া এলাকায় বেশ কয়েকটি মুরগির খামার পানিতে তলিয়ে গেছে। পানি ডুবে মারা গেছে খামারের অনেক মুরগি। এতে সব হারিয়ে লোকসানের মুখে দিশেহারা খামার মালিকরা। এ ছাড়া এসব এলাকার বিশুদ্ধ পানি সরবরাহের নলকূপ পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে খাবার পানির সংকট।জানা যায়, কয়েক দিন ধরে অব্যাহত পানিবৃদ্ধির ফলে জেলার ৫ উপজেলার চরাঞ্চলবেষ্টিত প্রায় ১৩টি ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় নিম্নাঞ্চলের মানুষ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে। বাঁধের ওপর কোনোমতে ঘর তুলে থাকছেন বানভাসিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন