নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে একটি কাভার্ডভ্যান থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা। শুক্রবার (২৪ জুন) বিকেলে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার দৌলতপুর গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুর রহিম (৩৪), ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ফুলহর বিটারপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে সোলাইমান মিয়া (২২) ও একই উপজেলার ফুলহর গ্রামের মৃত মইনুদ্দিনের ছেলে শাওন মিয়া। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘মা ফুড’ নামে একটি গার্ডেনের সামনে একটি কাভার্ডভ্যানের গতি রোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ৫০ কেজি গাঁজাসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়েরের পর তাদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।