নিউজ ডেস্কঃ রাজশাহীতে একজন কলেজ অধ্যক্ষকে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) মারধর এবং পরবর্তীতে তাকে চাপ দিয়ে অস্বীকার করানোর বিষয়ে বিব্রত শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এই ঘটনার তদন্ত রিপোর্ট পেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তার বিচার দিতে চাই। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে রোববার (১৭ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী একথা বলেন। সেই সময় শিক্ষামন্ত্রীর পাশে বসা ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও ছিলেন মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব এবং কর্মকর্তারা।
সম্প্রতি রাজশাহীতে সংসদ সদস্য ওমর ফারুখ চৌধুরী স্থানীয় কলেজ অধ্যক্ষকে প্রকাশ্যে মারধর করেন বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ওই কলেজ অধ্যক্ষ আবার সংবাদ সম্মেলন করে তা অস্বীকার করেন এবং মারধরের ঘটনার অডিও রেকর্ড নিয়ে তোলপাড় তৈরি হয়। রাজশাহীতে একজন সংসদ সদস্যের হাতে একজন অধ্যক্ষ লাঞ্ছিত হওয়া এবং পরবর্তীতে তার চাপে সংবাদ সম্মেলন করে তা অস্বীকারের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেখুন আমরা এখানে দু’জন জনপ্রতিনিধি আছি, আমাদের জন্য নিশ্চয়ই খুব বিব্রতকর। এই অভিযোগগুলো উত্থাপন হওয়ায় খুব বিব্রতকর।