নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (১৭ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় আহত আরও দুজন চিকিৎসাধীন।
নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের সুজা প্রামাণিকের ছেলে আলতাফ হোসেন (৬০) ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী মোসলেমা খাতুন (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিশাটি দুমড়ে-মুচড়ে যায় ও চারজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ওই দুজন মারা যান।