News71.com
 Bangladesh
 27 Jul 22, 07:14 PM
 1458           
 0
 27 Jul 22, 07:14 PM

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবক আটক।।

নাটোরে অস্ত্র-গুলিসহ যুবক আটক।।

নিউজ ডেস্কঃ নাটোরে বিদেশি পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ মো. সিজান (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বুধবার (২৭ জুলাই) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প। 

আটক সিজান রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখণ্ডি দক্ষিণপাড়া এলাকার মো. মানিকের ছেলে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ জুলাই) দিনগত রাতে নাটোর সদর উপজেলার তকিয়া বাজার এলাকা থেকে সিজানকে আটক করা হয়।  তার শরীর তল্লাশী করে বিদেশি একটি পিস্তল, দু’টি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, সিমকার্ডসহ একটি মোবাইলফোন ও এক হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করার পর আদালতের মাধ্যমে সিজানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন