News71.com
 Bangladesh
 19 Jan 24, 09:26 PM
 339           
 0
 19 Jan 24, 09:26 PM

মজুতবিরোধী অভিযান শুরু হওয়ায় নওগাঁর বাজারে ধান-চালের দাম নিম্নমুখী॥

মজুতবিরোধী অভিযান শুরু হওয়ায় নওগাঁর বাজারে ধান-চালের দাম নিম্নমুখী॥

নিউজ ডেস্কঃ বানিজ্য মন্ত্রনালয়ের অবৈধ মজুতবিরোধী অভিযান শুরু হওয়ার পর নওগাঁর বাজারে ধান ও চালের দাম নিম্নমুখী হতে শুরু করেছে। তিন দিনের ব্যবধানে নওগাঁর বাজারে প্রতি মণ ধানের দাম কমেছে ৬০ থেকে ২০০ টাকা। আর পাইকারি বাজারে চালের দাম কেজিতে কমেছে ১ থেকে ২ টাকা পর্যন্ত। তবে খুচরা বাজারে এখনো আগের দামেই চাল বিক্রি হচ্ছে। গুদামে অবৈধ মজুতবিরোধী অভিযানের ভয়ে চালকলমালিক ও ধান আড়তদারেরা স্থানীয় বাজার থেকে ধান-চাল কেনা কমিয়ে দেওয়ায় দাম কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নওগাঁর আলুপট্টি চাল মোকামের ব্যবসায়ী দ্বিজেন চন্দ্র ঘোষ বলেন, মজুতবিরোধী অভিযান শুরুর পর মোকামে চাল কেনাবেচা নেই বললেই চলে। আগে যেখানে একেকটা আড়ত থেকে প্রতিদিন পাঁচ থেকে ছয় ট্রাক চাল বিক্রি হতো। এখন সেখানে একটি ট্রাকও বিক্রি হচ্ছে না। এই পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী কম দামে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কারণ, গুদামে চালের মজুত পেলে যেকোনো মুহূর্তে জরিমানা গুনতে হতে পারে। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নওগাঁর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ধান-চাল মজুতের দায়ে ১৫ জন ব্যবসায়ীকে ৬ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন