নিউজ ডেস্কঃ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার মূল্যসূচকের বড় পতন হয়েছে। এ নিয়ে টানা তিন কার্যদিবস সূচক কমল। এদিন লেনদেন কমার সঙ্গে সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। দিন শেষে ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৭০টির। কমেছে ২৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫৪৮২.৭৯ পয়েন্টে নেমে গেছে।