অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশে চলতি ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখবে শিল্প খাত। এ অর্থবছরে জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হবে ৮ শতাংশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির মধ্যে সেবা খাতে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। কৃষি খাতের অবদান থাকবে ৩ দশমিক ৮ শতাংশ। এছাড়া শিল্প খাতে প্রবৃদ্ধি হবে ১২ দশমিক ৫ শতাংশ।
রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা আবাসিক মিশন কার্যালয়ে এদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৯’-এর হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে এডিবি। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন এডিবির অর্থনীতিবিদ সন চ্যাং হং। এ সময় এডিবি ঢাকা অফিসের প্রধান মনমোহন প্রকাশ উপস্থিত ছিলেন। প্রতিবেদনটি চার মাস পর পর প্রকাশ করা হয়ে থাকে। এডিবি মনে করে রফতানি বহুমুখীকরণ, শহর ও গ্রামের মধ্যে বৈষম্য, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে ব্যবসার পরিবেশ উন্নত করা, মানব সম্পদ ও ভ্যাট আইনের কার্যকর প্রয়োগের বিষয়গুলো সরকারের বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে।