News71.com
 Economy
 30 Sep 19, 05:54 PM
 908           
 0
 30 Sep 19, 05:54 PM

দুই-তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসছে সরকারি কম্পানি।।

দুই-তিন মাসের মধ্যে পুঁজিবাজারে আসছে সরকারি কম্পানি।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন বলেছেন, আগামী দুই-তিন মাসের মধ্যে পুঁজিবাজারে সরকারি কম্পানি আসবে। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কাজ চলছে। শিগগিরই বিনিয়োগকারীরা একটি ভালো সংবাদ পাবেন। তিনি বলেন, অর্থমন্ত্রী পুঁজিবাজার যেকোনো মূল্যেই ভালো অবস্থানে দেখতে চান। এ জন্য সব ধরনের সহযৌগিতার আশ্বাস দিয়েছেন। সোমবার সকালে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ড. এম খায়রুল হোসেন এ কথা বলেন। এছাড়াও উন্নত শেয়ারবাজার গঠনের লক্ষে বিনিয়োগকারীদের সকল সমস্যা ও অভিযোগ সম্পর্কে জানতে অনলাইন মডিউল চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। উদ্বোধনী অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, নির্বাহী পরিচালক মাহবুবুল আল, ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন