News71.com
 Economy
 14 Oct 19, 01:45 PM
 949           
 0
 14 Oct 19, 01:45 PM

জার্মানিকে গাড়ির কারখানা স্থাপনের প্রস্তাব দেবে সরকার ।।

জার্মানিকে গাড়ির কারখানা স্থাপনের প্রস্তাব দেবে সরকার ।।

অর্থনীতি ডেস্কঃ জার্মানির গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়ার কথা ভাবছে সরকার। গত মাসে জার্মানির একটি ব্যবসায়িক প্রতিনিধি দল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দেখা করে গাড়ি তৈরির কারখানা স্থাপনে আগ্রহ দেখায়। এর পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব দেওয়ার কথা ভাবা হচ্ছে। আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বার্লিন সফর করবেন। সেসময় দেশটির বেসরকারি খাতকে এই প্রস্তাব দিতে পারেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সফরের ওপর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থনৈতিক অঞ্চলের প্রতিনিধি আমাদের জানিয়েছেন, তারা কারখানা স্থাপনের জন্য জমি দিতে সক্ষম।’ জানা গেছে, জার্মান সফরে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী গার্ড মুলারের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসবেন। তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে জার্মানি থেকে বিভিন্ন খাতে বিনিয়োগ আনা এবং এর মধ্যে একটি বড় খাত হচ্ছে দক্ষতা উন্নয়ন।’ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য একটি স্ট্যান্ডার্ড অব প্রসিডিউর সই করেছে বাংলাদেশ এবং এই প্রক্রিয়া খুব ভালোভাবে কাজ করছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন