News71.com
 Economy
 16 Oct 19, 10:25 PM
 963           
 0
 16 Oct 19, 10:25 PM

বাংলাদেশের পুঁজিবাজারে টানা দরপতন ।। দিশেহারা বিনিয়োগকারীরা

বাংলাদেশের পুঁজিবাজারে টানা দরপতন ।। দিশেহারা বিনিয়োগকারীরা

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। টানা দরপতনে দিশেহারা ছোট-বড় বিনিয়োগকারীরা। এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। লেনদেন নেমে এসেছে তলানীতে। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই বাজার থেকে পুঁজি প্রত্যাহার করে নিয়েছে। ওদিকে, সঞ্চয়পত্র ক্রয়ের ব্যাপারে কড়াকড়ি আরোপ এবং দশ শতাংশ হারে কমিশন কেটে নেবার ফলে সঞ্চয়পত্র বিক্রয়ের পরিমাণ দারুণভাবে কমে গেলেও সেখান থেকে অর্থ নিয়ে এসে পুঁজিবাজারে বিনিয়োগ করছে না কেউ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেছেন, দেশি-বিদেশি উভয় বিনিয়োগকারীরাই বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সবার মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। বাজার বোধহয় আরও পড়বে; ভয়ে বিক্রি করে দিচ্ছেন শেয়ার। ডিবিএর সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাদেক বলেন, ব্যাংক লুটেরাদের মধ্যে একজনকেও যদি শাস্তির ব্যবস্থা হতো, মানুষ দেখত তাহলেও হয়তো কিছু টাকা ফেরত আসত।

গত কয়েক মাসের টানা দরপতনে ক্ষুব্ধ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ মঙ্গলবার মতিঝিলে ঢাকা ষ্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে মানববন্ধন করেছে। ঐক্যপরিষদের নেতারা পুঁজিবাজারে ধ্বসের জন্য সিকিরিউটি এক্সচেঞ্জ কমিশনকেই দায়ী করেছেন। একই সাথে তারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য স্বল্প সূদে পুঁজি সরবরাহেরও দাবি জানান। এএফসি ক্যাপিটাল লিমিটেডের সিইও মাহবুব এইচ মজুমদার বলেন, রেগুলেটরদের মধ্যে আস্থাহীনতা এবং রেগুলেটরদের প্রতি আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তিতাস গ্যাস, বীমা, গ্রামীণফোন এগুলোর যে ঘটনাগুলো ঘটছে এ সকল ঘটনাগুলোই ক্যাপিটাল মার্কেটেও প্রভাব ফেলছে। এদিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, এসি রুমে বসে দেশের উন্নতি দেখে খুশি হওয়ার কিছু নেই। আর্জেন্টিনা বিশ্বের ১০টি উদীয়মান দেশের অন্যতম ছিল। এখন তাদের দেশে প্রতি তিনজনের একজন গরিব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন