News71.com
 Economy
 06 May 20, 07:37 PM
 990           
 0
 06 May 20, 07:37 PM

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে নতুন পার্সেল ট্রেন চালু৷।

চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে নতুন পার্সেল ট্রেন চালু৷।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চালু হয়েছে নতুন একটি পণ্যবাহী পার্সেল ট্রেন। বুধবার (৬ মে) বিকেলে ৩ মেট্রিক টনের বেশি ইলিশ মাছ এবং অন্যান্য পণ্য নিয়ে ট্রেনটি জামালপুরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়।করোনা পরিস্থিতিতে পণ্যের সরবরাহ লাইন স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রুটে পণ্যবাহী পার্সেল ট্রেন চালুর চেষ্টা চালিয়ে আসছে।এ অবস্থায় পন্য সংকটে ঢাকা-চট্টগ্রাম রুটে পার্সেল ট্রেন বন্ধ হলেও এ রুট নিয়ে আশাবাদী রেলওয়ে কর্মকর্তারা। গত ২৬ মার্চ থেকে সব ধরনের যাত্রী এবং পন্যবাহী ট্রেন চলাচল বন্ধ করে রেলপথ মন্ত্রণালয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন