News71.com
 Economy
 27 Dec 20, 06:25 PM
 588           
 0
 27 Dec 20, 06:25 PM

সিএমএসএমই খাতে ব্যাংকের প্রণোদনার ঋণ বিতরণ ৪৬.৩৬ শতাংশ

সিএমএসএমই খাতে ব্যাংকের প্রণোদনার ঋণ বিতরণ ৪৬.৩৬ শতাংশ

 

অর্থনীতি ডেস্কঃ কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কয়েকদিন বাকি থাকলেও তফসিলি ব্যাংকগুলো কটেজ, কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ৪৬ দশমিক ৩৬ শতাংশ বাস্তবায়ন করেছে। চলতি বছরের ১৩ এপ্রিল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পরে কয়েক দফায় মেয়াদ বৃদ্ধি করে ৩১ ডিসেম্বর শেষ সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে করোনা ভাইরাস মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ৬৬ হাজার ৬১০ জন সিএমএসএমই উদ্যোক্তাকে ৯ হাজার ২৭১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। বিতরণের সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হবে, এখনও ১০ হাজার ৩২৯ কোটি টাকা বিতরণ হয়নি।

অধিকাংশ ব্যাংক বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে ঋণ বিতরণ করলেও কটেজ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নির্ধারিত সময়ে ভালোভাবে সেবা দেয়নি। সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো মোট প্রণোদনা প্যাকেজের ৩৬ শতাংশ বিতরণ করতে পেরেছে। ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো ২৫৯৩ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৩৯ কোটি টাকা বিতরণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ব্যাংকগুলোর গ্রামীণ ও শহরের শাখাগুলো প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে সমন্বিতভাবে কাজ করেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন