News71.com
 Economy
 05 Jan 21, 11:22 AM
 698           
 0
 05 Jan 21, 11:22 AM

একদিনেই ৭ হাজার ডলার কমলো বিটকয়েনের দাম॥

একদিনেই ৭ হাজার ডলার কমলো বিটকয়েনের দাম॥

অর্থনীতি ডেস্কঃ নতুন বছরের শুরুতেই দাম বৃদ্ধির রেকর্ড গড়ার পর আবার পড়তির মুখে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, সোমবার (৪ জানুয়ারি) ভার্চুয়াল এই মুদ্রার দাম কমেছে ১৪ শতাংশ। এদিন এক বিটকয়েনের দাম কমে দাঁড়ায় ২৭ হাজার ৮০৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৩ লাখ ৬৩ হাজার ৪২৫ টাকা। এর আগে শনিবার (২ জানুয়ারি) বিটকয়েনের দাম ৩০ হাজার ডলার ছাড়ায়; এর পরদিন হয় ৩৪ হাজার ৮০০ ডলার। এরপরই সোমবার দরপতনের মুখে পড়ে এই ক্রিক্টোকারেন্সি। এদিন মুদ্রাটির দাম কমে ৭ হাজার ডলার।

গত ২৭ ডিসেম্বর এক বিটকয়েনের দাম ছিল ২৮ হাজার মার্কিন ডলার। মাত্র ১১ দিনের ব্যবধানের বেড়েছিল ৮ হাজার ডলার বা ৬ লাখ ৮০ টাকা। এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বিট কয়েনের দাম ২০ হাজার ডলারে ওঠানামা করছিল। ২৫ সেপ্টেম্বর রেকর্ড পতনে মুদ্রাটির দাম ১১ হাজার ডলারের নিচে নেমে আসে। চলতি বছরের শুরুর দিকে মুদ্রাটির দাম ছিল ১ হাজার ডলারের মতো। তারপর থেকে এর মূল্য হু হু করে বাড়তে থাকে। জুনে এক লাফে এর দাম ১০ হাজার ডলার বাড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন