অর্থনীতি ডেস্কঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন শুরু হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত টানা আট কর্মদিবস পর মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। গতকাল ডিএসইর লেনদেন আড়াই হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে, যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে দুই হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে; যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে দুই হাজার ৭১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে আগের দিনের তুলনায় ৩৫৩ কোটি ৮০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। সেদিন লেনদেন হয়েছিল দুই হাজার ১৯৩ কোটি এক লাখ টাকার।
গতকাল ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬০৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমেছে। ডিএসইতে মোট ৩৬০টি কম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।