অর্থনৈতিক ডেস্কঃ মহামারিজনিত অর্থনৈতিক স্থবিরতা থেকে কার্যকরভাবে ঘুরে দাঁড়াতে জনগণের পেছনে বেশি বেশি বিনিয়োগ দরকার বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান। আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি ২০২১) ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। ডিসিসিআই প্রেসিডেন্ট রিজওয়ান ইসলামের সভাপতিত্বে এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। এছাড়াও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর এবং ড. মাশরুর রিয়াজ।