News71.com
 Economy
 03 Apr 21, 10:24 PM
 657           
 0
 03 Apr 21, 10:24 PM

ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন চলবে॥বিএসইসি

ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারেও লেনদেন চলবে॥বিএসইসি

অর্থনীতি ডেস্কঃ ব্যাংকে লেনদেন চালু থাকলে পুঁজিবাজারেও লেনদেন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি ) মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। এক্ষেত্রে বিনিয়োগকারীদের প্যানিক না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (৩ এপ্রিল) সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, ব্রোকারেজ হাউসগুলো যাতে স্বাস্থ্যবিধি মেনে লেনদেন কার্যক্রম পরিচালনা করে, সেজন্য স্টক এক্সচেঞ্জ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া সেকেন্ডারি মার্কেট সম্পূর্ণ অটোমেটেড, এখানে বিনিয়োগকারী হাউজে না এসেও বাসা থেকেই অর্ডার দিয়ে বা ই-মেইলের মাধ্যমে ট্রেড করতে পারবেন। এজন্য লকডাউনে পুঁজিবাজারের লেনদেন নিয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। রেজাউল করিম বলেন, বাজারে সূচক বাড়া বা কমা স্বাভাবিক বিষয়। এটাতে প্যানিকের কিছু নেই। তবে বাজারে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাই মুডে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন