নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে দ্রব্যমূল্য ভারসাম্যে আছে, সরকার তা নিয়ন্ত্রণে রেখেছে। ইউক্রেনে যুদ্ধের প্রতিক্রিয়ায় সারা বিশ্বেই দাম জিনিসপত্রের দাম বেড়েছে। সে হিসেবে আমাদের দেশ বেশ ভাল আছে।
বৃহস্পতিবার (০৫ মে) রাতে ফেনী সার্কিট হাউজে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপি চোখে সরষে ফুল দেখছে। আন্দোলন করার জন্য তাদেরতো কোন নেতাই নেই। তারা যদি কখনো সরকার গঠন করতে পারে, তখন তাদের সরকার প্রধান কে হবে? গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও পানি তেমনি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশ গ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়। মন্ত্রী এসময় আরও বলেন, বিএনপি কি বলে মানুষের কাছে ভোট চাইবে, তাদের আমলেতো কোন উন্নয়ন কর্মকাণ্ড নেই। অপরদিকে আওয়ামীলীগ পদ্মাসেতু, কর্ণফুলী ট্যানলের, মেট্রোরেলসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। নিরপেক্ষ নির্বাচন প্রসেঙ্গে মন্ত্রী বলেন, এখানে নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। এক্ষেত্রে সরকারের কোন ভূমিকা নেই।