News71.com
 Economy
 09 May 22, 06:35 PM
 339           
 0
 09 May 22, 06:35 PM

জুনে ফের খাদ্য সহায়তা পাবে এক কোটি পরিবার।। বাণিজ্যমন্ত্রী

জুনে ফের খাদ্য সহায়তা পাবে এক কোটি পরিবার।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী জুন মাস থেকে আবারও এক কোটি দরিদ্র পরিবারকে খাদ্য পণ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আমরা কিন্তু দরিদ্রসীমার নিচে মানুষদের সাশ্রয়ের চিন্তা করছি। যতদিন প্রয়োজন হবে এবং দেশে এরকম দাম থাকবে এই এককোটি পরিবারের ৫ কোটি মানুষকে এভাবে সাহায্য করা হবে।

সোমবার (০৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব এএসএম শফিকুজ্জাম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। জুন মাস থেকে এক কোটি পরিবারকে আবার সহায়তা দেওয়া হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এক কোটি পরিবারকে এখন যে ভাবে সহায়তা দিচ্ছি সেভাবে দিয়ে যাব। আমাদের দেশের ২০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে। ১৭ কোটি মানুষের মধ্যে ৩ কোটি ২০ লাখ দারিদ্রসীমার নিচে। সেখানে আমরা এক কোটি পরিবারকে সাশ্রয় মূল্যে খাদ্য পণ্য দেব। এক কোটি পরিবার মানে ৫ কোটি লোক। আমরা কিন্তু দরিদ্রসীমার নিচে মানুষদের সাশ্রয়ের চিন্তা করছি।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন