নিউজ ডেস্কঃ উত্তরাঞ্চলসহ বেশ কিছু জেলায় পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা।
কয়েকদিন ধরে উত্তরাঞ্চলসহ সুনামগঞ্জের বিভিন্ন পাম্পে পেট্রোল ও অকটেনের সংকট রয়েছে। এতে বিপাকে পড়েছেন পরিবহন চালকরা।
যদিও খুচরা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ রয়েছে। ঈদে পেট্রোলের ঘাটতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের ভাষ্য, ডিপো থেকে তেলের সরবরাহ বন্ধ থাকায় এই সংকট।