News71.com
 Economy
 10 May 22, 07:35 PM
 207           
 0
 10 May 22, 07:35 PM

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে অধিক বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী॥

মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে অধিক বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ সর্বোত্তম ব্যবসা বান্ধব পরিবেশ ও নীতির কথা তুলে ধরে মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবনে বাংলাদেশে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য। এখানে ভৌত অবকাঠামোর পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম-কানুন উন্নত এবং সহজ হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে এবং বিদেশি বিনিয়োগ সংসদের আইন এবং দ্বিপাক্ষিক চুক্তি দ্বারা সুরক্ষিত। মার্কিন ব্যবসায়ীদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ সহজ করার জন্য সর্বোত্তম সম্ভাব্য নীতি কাঠামো এবং জোরালো সম্ভাবনার বিষয়ে আপনাদের আশ্বস্ত করছি। শেখ হাসিনা জানান, তিনি বিশ্বাস করেন মার্কিন কোম্পানিগুলো এ সুবিধা গ্রহণ করবে এবং বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধ, সিরামিকের মতো সম্ভাব্য খাতে আরও বিনিয়োগ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন