News71.com
 Economy
 10 May 22, 08:09 PM
 497           
 0
 10 May 22, 08:09 PM

বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার পেছনে সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিতের গুরুত্ব অনেক॥ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার পেছনে সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিতের গুরুত্ব অনেক॥ পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দক্ষতায়  অর্থনৈ‌তিকভা‌বে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে‌ছে ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন তার ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ‌কেএম আব্দুল মো‌মেন। সোমবার (৯ মে) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে তেজগাঁও ক‌লে‌জে বঙ্গবন্ধু ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হি‌তের স্মরণসভা ও  মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন। পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, প্রধানমন্ত্রী চিন্তা কর‌তেন কীভা‌বে সাধা‌রণ মানু‌ষের জন্য কাজ করা যায়, আর কীভা‌বে সেটা অর্জন করা যায় তা ভাবতেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থনৈ‌তিকভা‌বে বাংলাদেশ স্বাবলম্বী হওয়ার পেছনে তার অবদান অনস্বীকার্য।

তিনি বলেন, মুহিত ভাই ক‌রে দে‌খি‌য়ে‌ছেন কীভাবে উন্নয়ন করা যায়। তা‌কে কো‌নো কিছু‌তে বাধা দেয়‌নি প্রধানমন্ত্রী, তার সকল সিদ্ধান্ত মে‌নে নি‌তেন তিনি, তাকে কাজের স্বাধীনতা দিতেন। তিনিও সেইভাবে কাজ করে গেছেন উন্নয়নের জন্য। অর্থনী‌তি‌কে মজবুত কর‌তে মু‌হিত ভাই‌য়ের ভূ‌মিকা অনেক ছিল। তি‌নি সবসময় রাজ‌নৈ‌তিকভাবে স‌চেতন মানুষ ছি‌লেন। বড় ভাই‌য়ের স্মৃ‌তিচারণ কর‌তে গি‌য়ে মন্ত্রী ব‌লেন, তাকে হারানোর মধ্য দিয়ে আমি শুধু একজন বড় ভাই‌য়ে হারায়নি, হা‌রি‌য়ে‌ছি একজন মেন্টর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন