নিউজ ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বিশেষ অভিযান চালিয়ে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। চারটি গোডাউনে এই বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ করা ছিল। মঙ্গলবার (১০ মে) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় রাজশাহী জেলা পুলিশ। পুরনো বাজার দর অনুযায়ী জব্দকৃত ভোজ্যতেলের বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৯২০ টাকা। অবৈধভাবে এই বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদের ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
অভিযানে পর মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় রাজশাহী জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিবএসবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপনে তথ্য পেয়ে মঙ্গলবার দুপুরে পুঠিয়া থানা ও ডিএসবি পুলিশ যৌথভাবে ওই এলাকায় অভিযান শুরু করে। পুঠিয়ার বানেশ্বর বাজারের চারটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ‘সরকার অ্যান্ড সন্স’র স্বত্বাধিকারী বিকাশ সাহার গোডাউন থেকে ৪৮টি প্লাস্টিকের ব্যারেলে সয়াবিন ও ২৬টি ব্যারেলে পাম অয়েলে জব্দ করা হয়।