News71.com
 Economy
 14 May 22, 12:17 PM
 459           
 0
 14 May 22, 12:17 PM

কিছুদিনের মধ্যে সব কিছুর দাম কমবে।। বাণিজ্যমন্ত্রী

কিছুদিনের মধ্যে সব কিছুর দাম কমবে।। বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ তেল নিয়ে ব্যবসায়ীদের কারসাজি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমরা কঠোরভাবে বাজার মনিটরিং করছি। কিছুদিনের মধ্যে সব কিছুর দাম কমে আসবে।

শুক্রবার রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সবাইকে সৎ হওয়ার পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সৎ ও সততা নিয়ে আগামী দিনে পথ চলতে হবে। নম্র-ভদ্র নেতাকর্মীদের দলের জন্য এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। আগামী দিনের নেতৃত্বে প্রমাণিত হবে আসল নেতার পরিচয়। রংপুরের পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা স্বেচ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ধনজিৎ ঘোষ তাপস।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন