News71.com
 Economy
 15 May 22, 09:30 AM
 860           
 0
 15 May 22, 09:30 AM

বেনাপোল বন্দরে রোববার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ।।

বেনাপোল বন্দরে রোববার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ।।

নিউজ ডেস্কঃ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এসময় পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।  শনিবার (১৪ মে)  রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন। 

এসময় তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় আগামীকাল (১৫ মে) রোববার একদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকছে। আগামী (১৬ মে) সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।  বেনাপোল স্থল বন্দরের  সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, আগামীকাল (১৫ মে) সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধসহ আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এসময় বন্দরের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন