News71.com
 Economy
 16 May 22, 01:02 PM
 596           
 0
 16 May 22, 01:02 PM

সামনে নির্বাচন, সরকার চালের দাম বাড়তে দেবে না।।খাদ্যমন্ত্রী 

সামনে নির্বাচন, সরকার চালের দাম বাড়তে দেবে না।।খাদ্যমন্ত্রী 

নিউজ ডেস্কঃ চাল মিল মালিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আপনারা বলেছেন বরাদ্দ বাড়াতে সেটা আমরা মাথায় রাখবো, আপনাদের প্রতি অনুরোধ বাজারে চালের ঘাটতি তৈরি করবেন না কিছুদিন আগেও চালের দাম বাড়াতে একটা অপেচষ্টা করা হয়েছিল কিন্তু তারা পারেনি। তাই আপনাদের বলে দিতে চাই চাল আমাদের কাছে অনেক মজুদ রয়েছে তারপরও যারা চাল মজুদ করে দাম বাড়াতে চাইবেন তাদের বলে দেই সামনে নির্বাচন, সরকার কোনোভাবেই চালের দাম আর বাড়তে দেবে না।

তিনি বলেন, বোরো ধানের যে ক্ষতি হয়েছে তা সারা দেশের হিসেবে ভালো করে এক শতাংশও হবে না। তবে আমরা সুনামগঞ্জে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছি সেই হিসেবে কৃষকরা গুদামে ধান দেবেন। আমাদের কৃষক ভাইদের প্রতি অনুরোধ ধানগুলো ১৪ শতাংশ আদ্রতায় শুকিয়ে দেবেন। যারা কৃষক তালিকায় রয়েছেন তাদের কাছ থেকে খাদ্য কর্মকর্তারা ধান সংগ্রহ করবেন। যদি কেউ ধান না নেয় তাহলে আমাকে জানাবেন আমি তার চাকরি রাখবো না। রোববার (১৫ মে) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ে বোরো ধান ও চাল সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন