News71.com
 Economy
 16 May 22, 01:12 PM
 675           
 0
 16 May 22, 01:12 PM

একদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক।।

একদিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক।।

নিউজ ডেস্কঃ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর বাংলাদেশের বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে যথারীতি চালু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। সোমবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী। 

তিনি জানান, বৌদ্ধ পূর্ণিমা সরকারি ছুটি থাকায় রোববার (১৫ মে) আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, রোববার সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানির পাশাপাশি পণ্য খালাসও বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার সকাল থেকে পুনরায় বন্দর কার্যক্রম সচল হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন