News71.com
 Economy
 18 May 22, 08:07 PM
 798           
 0
 18 May 22, 08:07 PM

বাণিজ্য ব্যাবধান হ্রাসে সিঙ্গাপুরে রপ্তানি বাড়াতে হবে।।বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ব্যাবধান হ্রাসে সিঙ্গাপুরে রপ্তানি বাড়াতে হবে।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বাংলাদেশ বাণিজ্য ব্যাবধান কমাতে সিঙ্গাপুরে রপ্তানি বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, সিঙ্গাপুর বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরে তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য রপ্তানি হয়। উভয় দেশের বাণিজ্য বাড়ানোর অনেক সুযাগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। উভয় দেশে ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফর করে পণ্য নির্বাচন ও বাণিজ্য করতে পারেন।

বুধবার (১৮ মে) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক রাষ্ট্রদূত ডিরেক লোহ মতবিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন। এ সময় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ গত ২০২০-২০২১ অর্থবছরে সিঙ্গাপুরে ১১৬.৫৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে বাংলাদেশ সিঙ্গাপুর থেকে আমদানি করেছে ২ হাজার ৪৬৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাণিজ্য ব্যাবধান কমাতে বাংলাদেশ সিঙ্গাপুরে রপ্তানি বাড়াতে চায়। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ পাট ও পাটজাত পণ্য,  চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিজাত পণ্য, ওষুধ এবং হালকা প্রকৌশল পণ্য রপ্তানি বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন