নিউজ ডেস্কঃ আগামী বাজেটে নৌ-খাতে বেশি বরাদ্দ দেওয়া হবে। শুধু বাজেট বাড়ালে হবে না। সে বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নৌ পথকে নিরাপদ ও গতিশীল করার জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বে-টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো। কনসালটেন্ট নিয়োগ দিয়েছেন বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২২ উদ্বোধনকালে তিনি একথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, গত ১৩ বছরে আমরা প্রায় ৪০টি ড্রেজার সংগ্রহ করেছি। আরও ৩৫ টি ড্রেজার সংগ্রহ করা হবে। নৌ পথকে নিরাপদ ও গতিশীল করার জন্য হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম ছিল আমাদের একমাত্র সমুদ্র বন্দর। যেখানে ৯৭ ভাগ আমদানি রপ্তানি হয়। এর পাশাপাশি পয়রা বন্দর তৈরি হচ্ছে। যেখানে জুলাই মাস থেকে আমদানিকৃত গাড়ি খালাস করতে পারবো। আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রীকে দিয়ে মাল্টিপারপাস টার্মিনাল উদ্বোধন করা হবে। তার মানে ২০২৩ সালে মংলা ও চট্টগ্রামে বন্দরের সক্ষমতার পাশাপাশি তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দর যাত্রা শুরু করবে। একইসঙ্গে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর করা হচ্ছে। এ বন্দর শুধু আমাদের জন্য নয় এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে ভূমিকা রাখবে।