News71.com
 Economy
 24 May 22, 11:04 PM
 621           
 0
 24 May 22, 11:04 PM

নর্থ সাউথের ৫ ট্রাস্টিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।।

নর্থ সাউথের ৫ ট্রাস্টিসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা।।

নিউজ ডেস্কঃ  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৬ ট্রাস্টিকে দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  মঙ্গলবার (২৪ মে) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। 

মামলার আসামিরা হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম এই তথ্য জানান। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।  এর আগে সোমবার (২৩ মে) নর্থ সাউথের চার ট্রাস্টিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর পাশাপাশি চার কার্যদিবস জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন