News71.com
 Economy
 26 May 22, 07:34 PM
 865           
 0
 26 May 22, 07:34 PM

বাজেটে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবস্থা নেওয়া হবে।।অর্থমন্ত্রী

বাজেটে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবস্থা নেওয়া হবে।।অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ  আসন্ন বাজেটে নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে আমাদের চেষ্টা থাকবে মানুষ যাতে কম ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি সব জিনিসের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি।  বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত দুই-তিনবারের বাজেটে ধনী শ্রেণির জন্য অনেক সুযোগ-সুবিধা রাখা হয়েছে, নিম্ন আয়ের মানুষদের জন্য তেমনটা থাকে না এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, এ বাজেটে যারা নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে। যখন কোনো সিদ্ধান্ত আসে তখন অনেকেই সুবিধাভোগী হন। এখন যদি বড় কাউকে সুযোগ-সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে মূল লক্ষ্য থাকে যে এখানে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কিনা। সামাজিক ক্ষেত্রে কোনো সুবিধা থাকে কিনা সেটি দেখা হয়। সুযোগ দিলে যদি কোনো ভালো কিছু হয় তাহলে উপকারভোগী হবেন প্রান্তিক জনগোষ্ঠী। এদেরই আমরা প্রাধান্য দিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন