নিউজ ডেস্কঃ শহরে যারা চাকুরীজীবী ও সীমিত আয়ের মানুষ তাদের কষ্ট হচ্ছে স্বীকার করে নিলেও কৃষিমন্ত্রী দাবি করেছেন খাবার নিয়ে দেশে কোনো হাহাকার নেই। শুক্রবার (১০ জুন) বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ দাবি করে ড. আব্দুর রাজ্জাক।
চালের দাম বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরু চালের দাম বেড়েছে। কারণ, দেশের মানুষ এখন চিকন চাল খায়। সে চালের দাম ৬৪-৬৫ টাকা। মোটা চালের দাম কিন্তু বাড়েনি। সেটা ৪৫ থেকে ৪৬ টাকার মধ্যে রয়েছে। গ্রাম বাংলার বিপুল সংখ্যক মানুষ সরু চাল খায়। ৬০-৭০ ভাগ মানুষ গ্রামে বাস করে। সরকার ৬০-৭০ ভাগ মানুষকে সহায়তা দিচ্ছে। সারে অনেক ভর্তুকি দিতে হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সার দাম চারগুণ বেড়েছে। এখন পর্যন্ত ভর্তুকিতে ২৪ হাজার কোটি টাকা ব্যয় করেছি। এই যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, সেটা গ্রামের মানুষ পাচ্ছে। কৃষকদের কাছেই যাচ্ছে। সেটা ডিলারের মাধ্যমে দেওয়া হয় ফলে এটা নিয়ে নয়-ছয়ের সুযোগ নেই। আমরা যদি এটা না দিতাম তাহলে কৃষির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াত? উৎপাদনসহ কৃষকের আয় কমে যেত। তারা খাদ্য ও অর্থসহ নানা রকম সংকটে পড়তো।