News71.com
 Economy
 19 Jun 22, 08:02 PM
 1197           
 0
 19 Jun 22, 08:02 PM

উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।।শিল্পমন্ত্রী

উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।।শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশে উৎপাদনশীলতার প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৮ শতাংশ। আগামী ২০৩০ সালের মধ্যে এটিকে ৫ দশমকি ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার (১৯ জুন) জাতীয় উৎপাদনশীলতা পরিষদের (এনপিসি) ১৮তম সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনপিসির সহ-সভাপতি ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ অন্যান্য সদস্যরা সভায় ভার্চ্যুয়ালি অংশ নেন।

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর মহাপরিচালক মুহম্মদ মেজবাহুল আলম সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন।  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও) এর সহায়তায় বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় ও ন্যাশনাল প্রোডাটিভিটি অর্গানাইজেশন (এনপিও) প্রণীত ‘বাংলাদেশ ন্যাশনাল প্রোডাকটিভিটি মাস্টার প্ল্যান ২০২১-২০৩০’ বাস্তবায়ন করতে হবে। বর্তমানে বাংলাদেশে প্রোডাক্টিভিটির প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৮ শতাংশ। আগামী ২০৩০ সালের মধ্যে এটিকে ৫ দশমিক ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন