নিউজ ডেস্কঃ সিলেটের বিভাগে বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তা হিসেবে যুক্তরাজ্য চার লাখ ৪২ হাজার ৫৪৮ পাউন্ড (৫ কোটি টাকার বেশি) বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্যের বন্যা ত্রাণ সহায়তায় পরিমাণ দাঁড়ালো ছয় লাখ ৩৬ হাজার ৫৪৮ পাউন্ড (৭ কোটি টাকার বেশি)। বুধবার ( ২২ জুন) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানায়।
বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, বাংলাদেশে এ বছর বন্যার ফলে আমরা যে ধ্বংসযজ্ঞ দেখেছি তা হৃদয়বিদারক। আমরা আজ নতুন জরুরি সহায়তা ঘোষণা করেছি। এই অর্থ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে নগদ সহায়তা, আশ্রয় ব্যবস্থাপনা, পানি, স্যানিটেশন, এবং শিক্ষা উপকরণে সহায়তা দেওয়া হবে। যুক্তরাজ্যের এই অর্থায়ন স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে। কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাধ্যমে এই সহায়তা পরিচালিত হবে।