News71.com
 Economy
 03 Jul 22, 12:58 PM
 1431           
 0
 03 Jul 22, 12:58 PM

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে।।

সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে।।

নিউজ ডেস্কঃ  সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।  ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩৬২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৮১ ও ২২৮৩ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪২টির এবং অপরির্বতিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার। রোববার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো- ইন্ট্রাকো, সোনালি পেপার, রবি শাইনপুকুর সিরামিক, ফুওয়াং ফুড, কপারটেক, আমরা টেকনোলজি, ফরচুন সু, বেক্সিমকো লিমিটেড ও বিডি থাই।এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১০ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ১২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৮ পয়েন্টে অবস্থান করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন