নিউজ ডেস্কঃ দেশে রিজার্ভ কমে যাওয়া এবং ডলার ও তেলের দাম বৃদ্ধি নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিএনপি দেশের মানুষের ভালো চায় না দাবি করে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়েছে। বাংলাদেশের রিজার্ভ কিছুটা কমেছে। ডলার ও তেলের দাম বেড়েছে। এখানে আমাদের কোনো দোষ নেই। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১ম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন এসব কথা বলেন।
চারঘাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের পর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, বিএনপি বলছে, নির্দলীয় নিরেপক্ষ সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। অতীতে বিএনপি নানা কথা বলেছে। কিন্তু নির্বাচন থেমে থাকে নি। সব উন্নত গণতান্ত্রিক দেশে সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, আগামীতে সেইভাবেই নির্বাচন হবে।