News71.com
 Economy
 31 Jul 22, 12:28 PM
 1251           
 0
 31 Jul 22, 12:28 PM

বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা ‘দুর্নীতি’।।যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা ‘দুর্নীতি’।।যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

নিউজ ডেস্কঃ গত এক দশকে বাংলাদেশে বিদ্যুৎ খাত ও জিডিপিতে ব্যাপক উন্নতি দেখছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। তবে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, ব্যবসায়ীদের কাছ থেকে রাজনীতিবিদদের অর্থ আদায়সহ ১২টি বাঁধা প্রতিবেদনটিতে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আইসিটি, স্বাস্থ্য খাত, শিক্ষাসহ ১০টি খাতকে সম্ভাবনাময় হিসেবেও চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশের বিনিয়োগ পরিবেশ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন বিনিয়োগকারীদের সুবিধার্থে নিয়মিত এ প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্বের শক্তিধর এ রাষ্ট্র। এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়েও নানা তথ্যের উল্লেখ রয়েছে।

বাংলাদেশের ৩টি খাতে উন্নতি দেখছে মার্কিন পররাষ্ট্র দফতর। যার মধ্যে রয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার পদক্ষেপ, এক দশক ধরে জিডিপি'র উচ্চ প্রবৃদ্ধি এবং বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে বলে মতামত দেয়া হয়েছে। এদিকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাঁধাগ্রস্ত হওয়ার ১২টি কারণ চিহ্নিত করা হয়েছে। সবচেয়ে বড় বাঁধা হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি রয়েছে শ্রম আইনের শিথিল প্রয়োগ, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং অপর্যাপ্ত অবকাঠামো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন