News71.com
 Economy
 03 Aug 22, 01:53 PM
 1164           
 0
 03 Aug 22, 01:53 PM

লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে নিহত ১।। আহত ২০

লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে নিহত ১।। আহত ২০

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর-চৌমুহনী মহাসড়কের তুলাতলী এলাকায় রামগতি থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মান্দার-বটতলীর মধ্যবর্তী তুলাতলী নামক স্থানে একটি কাভার্ডভ্যান ও একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসটির সুপারভাইজার নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হন। গাড়িতে প্রায় ৪০ জনের মত যাত্রী ছিল। আহতদের মধ্যে ৫ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন