নিউজ ডেস্কঃ বিশ্ব অর্থনীতির নাজুক পরিস্থিতিতে দেশবাসীকে আগে থেকেই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারও মুখাপেক্ষী না হয়ে নিজেদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে বলে মন্তব্য করেন তিনি। রোববার (৪ সেপ্টেম্বর) পিরোজপুরে পেকুটিয়া পয়েন্টে কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি সেতুটির দুই প্রান্তে সমবেত জনতার সঙ্গে মতবিনিময় করেন। এখানে উপস্থিত দুই শিক্ষার্থী এবং দুজন খুদে ব্যবসায়ী সেতুর উদ্বোধনের ফলে তাদের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যেটা আমি আগেই আহ্বান করেছি- এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে । কারণ আপনারা জানেন যে একদিকে করোনার এই মহামারির পরে বিশ্ব অর্থনীতির অবস্থা অনেক নাজুক হয়ে পড়েছে। অনেক উন্নত দেশে মূল্যস্ফিতি এত বেশি এবং তাদের সেখানে পণ্য পাওয়াই কষ্টকর। এরকম অবস্থা সে আমেরিকা হোক, ইংল্যান্ডই হোক, ইউরোপই হোক- বিদ্যুৎ তারা সেখানে রেশন করে দিচ্ছে। বিদ্যুৎ সাশ্রয় করার জন্য ব্যবস্থা নিচ্ছে। পানি ব্যবহার করা সীমিত করে দিয়েছে ৷ এমনকি গোসলের পানিও বেশি ব্যবহার যাতে না হয় সে নির্দেশও দিচ্ছে। এই অবস্থায় আমাদেরও আগে থেকেই সতর্ক থাকতে হবে। পানি বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।