News71.com
 Economy
 27 Sep 22, 02:52 PM
 2240           
 0
 27 Sep 22, 02:52 PM

স্বর্ণের দাম কমলো

স্বর্ণের দাম কমলো
 
নিউজ ডেস্কঃ স্বর্ণের দাম ফের কিছুটা কমানো হয়েছে দেশের বাজারে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। ফলে, সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম কমে হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকা।
 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে, ১৯ ও ১৫ সেপ্টেম্বর দুই দফা স্বর্ণের দাম কমানো হয়। যদিও, গত ১১ সেপ্টেম্বর সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৮৪ হাজার ৫৬৪ টাকা। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এতোটা দাম হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন