নিউজ ডেস্কঃপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের উন্নয়নের জন্য প্রথম ও প্রধান শর্ত হচ্ছে উন্নয়ন। উন্নয়নের প্রধান শর্ত শিক্ষা, শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা। সকালে এক কথা, বিকেলে এক কথা, এসব দিয়ে দেশের উন্নয়ন হবে না। উন্নয়ন করতে হলে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। শনিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সেমিনার হলে বাংলাদেশ ‘আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী উন্নয়নের মাইলফলক অর্জন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। মন্ত্রী বলেন, শিক্ষা আমাদের দেশের জন্য সবার আগে। এটা যে কোনো দেশের জন্য প্রথম। পাকিস্তান আমলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ হয়নি। কথা ছিল ইউনিভার্সেল এডুকেশ হবে। কিন্তু তা করা হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এই যুগান্তকারি কাজটি করেছিলেন। তিনি স্কুলগুলোকে সরকারি করেছিলেন। সে সময় দুই লাখ শিক্ষকের মর্জাদা বাড়ানো হয়েছিল। এর কারণ বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে শিক্ষা ছাড়া আমাদের কোনো গতি নেই৷ তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের দেশে শিক্ষার ঘাটতি আছে। শতকরা ৭৫ শতাংশ মানুষ স্বাক্ষর জ্ঞান ও অক্ষর জ্ঞান অর্জন করেছেন। কিন্তু এর মধ্যে অনেকেই শুধুমাত্র নাম-ঠিকানা লেখতে পারে। একটা চিঠি লেখতে পারে না, কোনো বক্তব্য বা লেখা পড়ে বুঝতে পারে না। কাজেই আমাদের অনেক দূর যেতে হবে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যেটা জরুরি, সেটায় সবার আগে হাত দিয়ে পরিবর্তন করেছেন।