নিউজ ডেস্কঃ জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো 'মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি' সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বুধবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে এই রেজুলেশনটি চালু করেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের রেজুলেশনটি ১০৯টি দেশসহ স্পন্সর করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। রেজুলেশনটি মূলত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। এতে রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করা, রাখাইন রাজ্যে স্বতঃস্ফূর্ত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা এবং মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতসহ জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোকে পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, এটি আসিয়ান কর্তৃক সর্বসম্মতভাবে গৃহীত পাঁচ দফা সুপারিশের দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছে। রেজোলিউশনটি চলমান বিচার এবং জবাবদিহিতা প্রক্রিয়ার উপর সজাগ দৃষ্টি রাখার জন্যও আহ্বান জানিয়েছে। এটি মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে স্বাগত জানায় এবং মিয়ানমারকে সম্পৃক্ত করে তার জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করে।