News71.com
 Economy
 02 Dec 22, 09:24 AM
 282           
 0
 02 Dec 22, 09:24 AM

বাংলাদেশ উন্নয়নের এক অনুকরণীয় উদাহরণ।।দেবপ্রিয় 

বাংলাদেশ উন্নয়নের এক অনুকরণীয় উদাহরণ।।দেবপ্রিয় 

নিউজ ডেস্কঃ  সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশ উন্নয়নের একটি অনুকরণীয় উদাহরণ। গত ৫০ বছরে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে আন্তর্জাতিক অনেক সংশয় অতিক্রম করেছে।  সারা দেশের স্থানীয় পর্যায়েপ্রাপ্ত মতামত জাতীয়ভাবে উপস্থাপনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক ইনে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রতি বছর অর্থনৈতিক সমৃদ্ধি, আয় বাড়া, দরিদ্র কমা এবং কাঠামোগত বিভিন্ন পরিবর্তনের সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও মাথাপিছু আয় বাড়া, ডিজিটাল সংযোগের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন এমনকি কোভিড ব্যবস্থাপনার ক্ষেত্রে ৭৫ দশমিক ২ শতাংশ জনগোষ্ঠীর সবাইকে টিকাদান সম্পূর্ণরূপে শেষ হয়েছে। তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হচ্ছে, আয় বাড়ছে। কিন্তু তার মধ্যে অসমতা বিদ্যমান এবং সব উন্নয়নের সুফল সবাই সমানভাবে পাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন