News71.com
 Economy
 24 Dec 22, 09:04 PM
 280           
 0
 24 Dec 22, 09:04 PM

চুয়াডাঙ্গায় বিএনপির ৫ নেতাকর্মী আটক।। কর্মসূচী পণ্ড

চুয়াডাঙ্গায় বিএনপির ৫ নেতাকর্মী আটক।। কর্মসূচী পণ্ড

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় গণমিছিলের প্রস্তুতিকালে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামানসহ পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শহরের শহীদ রবিউল ইসলাম সড়ক নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এতে পণ্ড হয়ে যায় বিএনপির কর্মসূচি। আটকরা হলেন- জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, বিএনপি নেতা আবু হানিফ ও জোলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খাঁন। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণমিছিলের প্রস্তুতি নিতে শহরের কোর্টমোড় এলাকায় জড়ো হচ্ছিলেন নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয় বিএনপি নেতাদের। সেখান থেকে আটক করা হয় বিএনপির পাঁচ নেতাকে। নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচির পালন করার প্রস্তুতি চলছিল। ওই কর্মসূচি পণ্ড করতে পুলিশ সদস্যরা দলের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে তাদেরকে জোরপূর্বক আটক করে নিয়ে যাওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন