News71.com
 Economy
 19 Oct 23, 11:21 AM
 201           
 0
 19 Oct 23, 11:21 AM

ইতিবাচক অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারবাজার

ইতিবাচক অবস্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারবাজার

 

 

অর্থনীতি ডেস্কঃ বর্তমানে কিছুটা ইতিবাচক শেয়ারবাজার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে মূল্যসূচক বেড়েছে ৪ পয়েন্ট। আর বাজারমূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা। আর বাজারমূলধন বৃদ্ধির অন্যতম কারণ হলো- নতুন কিছু কোম্পানি বুধবার বাজারমূলধনে যুক্ত হয়েছে। 

 

 

বাজার বিশ্লেষণে দেখা গেছে- ডিএসইতে বুধবার ৩০১টি কোম্পানির ৭ কোটি ১৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৫১২ কোটি ২১ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৮৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৮ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৯ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ সূচক দশমিক শুন্য ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে ৪ হাজার কোটি টাকা বেড়ে ৭ লাখ ৮১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন