News71.com
 International
 09 Dec 25, 10:57 AM
 54           
 0
 09 Dec 25, 10:57 AM

চীনা যুদ্ধবিমানের আগ্রাসী আচরন॥ কুটনৈতিক স্তরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাপানের

চীনা যুদ্ধবিমানের আগ্রাসী আচরন॥ কুটনৈতিক স্তরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জাপানের

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানের যুদ্ধবিমানকে চীনা যুদ্ধবিমান দুইবার ফায়ার কন্ট্রোল রেডার তাক করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দ্বীপরাষ্ট্র জাপান। ইতিমধ্যেই চীনা রাষ্ট্রদূত উও জিয়াংহাওকে তলব করে এ ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে। জাপান এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে।

যখন কোনও রেডার সিস্টেম (যুদ্ধবিমান বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেডার) একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে, নিশানা করে এবং সেটির গতিবিধি অনুসরণ করে তখন তাকে ‘রেডার লক’ বলে গণ্য করা হয়। মূলত এটি হল সম্ভাব্য কোনও হামলা বা হুমকির সংকেতবাহী সামরিক বার্তা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি চীনের এমন কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন।

ওকিনাওয়ার মূল দ্বীপের দক্ষিণ-পূর্ব আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমানগুলোর এই বিপজ্জনক কার্যকলাপের প্রতিবাদই জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে রাষ্ট্রদূত তলব করে।যদিও 

জাপানের যুদ্ধবিমানকে রেডার লক করার ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। তবে জাপানের উপর কার্যত এটাই ছিল চীনের প্রথম হামলা-পূর্ববর্তী আগ্রাসী মনোভাব। চীন সব অভিযোগ অস্বীকার করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন